মালদহে প্রশাসনিক সভা সেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পার্থ ভৌমিককে নিয়ে এই প্রথম বার ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন তিনি। মালদহের সভায় মঞ্চে ওঠার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতা দেওয়ার জন্য বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যুত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে জিজ্ঞাসা করেন, ‘তুই কেন বলবি না?’ জবাবে অভিষককে বলতে শোনা যায়, ‘আমি তো রোজ বলছি, আজ তুমি বলো।’ নারাজ মমতাকে রাজি করানোর চেষ্টা করাতে থাকেন অভিষেক। তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষককে বলেন, “আমাকে সিস্টেমটা বল। আমি ভুলে গেছি সব। ববি একটু বলুক, তুই একটু বল, পার্থ একটু বলুক।” তখনই পাশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বিধানসভায় তাঁর সতীর্থ পার্থ ভৌমিক বলেন, “দরকার নেই, তুমিই বলো”। পার্থের সুরে সুর মিলিয়ে ফিরহাদ হাকিমও বলেন, “পার্টির মিটিং, তুমি প্রথম এলে। বলো।” এরপর মমতা বন্দ্যোপাধ্যায় খানিক হেসে জল খেতে চান। শেষ পর্যন্ত, দলীয় নেতাদের কথা রেখে অভিষেকের বক্তব্যের পরই ভাষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।