প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অলোক
শ্রীলঙ্কার ভারত সফর। ওডিআই সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ ইডেনে। ২০১৯ সালে ভারত বনাম বাংলাদেশ গোলাপি বলের টেস্ট, ২০২২ সালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-টোয়েন্টির পর এবার একদিনের আন্তর্জাতিক ম্যাচ। নতুন বছরের শুরুতেই কলকাতায় রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়ারা। এই ম্যাচ জিতলে টি-টোয়েন্টির পর একদিনের আন্তর্জাতিক সিরিজ়ও জিতবে রাহুল দ্রাবিড়ের ভারত। কলকাতায় অনুষ্ঠিত হওয়া আগের দু’টি ম্যাচেই ভারত জিতেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এমনই আশা ভক্তকুলের। এই ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভিভিএসের সঙ্গে রূপকথা লিখেছেন দ্রাবিড়। ২০১৪ সালে এই মাঠেই দ্বিশতরানের ইনিংস ছিল রোহিতের। ইডেনেই প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে গোলাপি বলের টেস্টে শতরানের বিরল নজির রয়েছে বিরাটেরও। সব মিলিয়ে রাহুল-রোহিত-বিরাট ত্রয়ীকে একসঙ্গে দেখতে ইডেনে আজ জনতার ঢল।