প্রতিবেদন: প্রচেতা এবং সৌরভ, সম্পাদনা: শুভাশিস
শেখ আয়ুব আলি। কলকাতার মোমিনপুরের বাসিন্দা আয়ুব আলি একজন চুড়ি বিক্রেতা। গঙ্গাসাগরকে কেন্দ্র করে ময়দানে যে জনসমাগম হয়েছে, সেখানে চুড়ির পসরা সাজিয়ে বসেছেন তিনি। বিগত পাঁচ বছর ধরে এখানেই চুড়ি বিক্রি করেন তিনি। এই বছর তাঁর সঙ্গী হয়েছেন আরও এক চুড়ি বিক্রেতা বন্ধু। আনন্দবাজার অনলাইনকে নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে স্মৃতিমেদুর আয়ুব। স্ত্রী চুড়ি পরতে ভালবাসতেন। ঈদ হোক কিংবা পুজো, উৎসবে প্রিয়জনের হাতে পরিয়ে দিয়েছেন রংবেরঙের চুড়ি। আজ স্ত্রী নেই। কর্কট কেড়ে নিয়েছে প্রাণ, ঘটিয়েছে সম্পর্কচ্ছেদ। কিন্তু স্মৃতি... ‘অমরত্ব’ অর্জন করে আজও বহমান।