Gangasagar Mela

গঙ্গাসাগর মেলায় এক মুসলিম চুড়ি বিক্রেতার করুণ কাহিনি

কর্কট কেড়েছে প্রাণ। স্ত্রী বিয়োগের দুঃখে স্মৃতির প্রলেপ দেয় চুড়ি। গঙ্গা সাগর মেলা উপলক্ষে ময়দানে জনসমাগম। সেখানেই চুড়ির পসরা মোমিনপুরের শেখ আয়ুব আলির।

প্রতিবেদন: প্রচেতা এবং সৌরভ, সম্পাদনা: শুভাশিস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ১৭:২১
Share:
Advertisement

শেখ আয়ুব আলি। কলকাতার মোমিনপুরের বাসিন্দা আয়ুব আলি একজন চুড়ি বিক্রেতা। গঙ্গাসাগরকে কেন্দ্র করে ময়দানে যে জনসমাগম হয়েছে, সেখানে চুড়ির পসরা সাজিয়ে বসেছেন তিনি। বিগত পাঁচ বছর ধরে এখানেই চুড়ি বিক্রি করেন তিনি। এই বছর তাঁর সঙ্গী হয়েছেন আরও এক চুড়ি বিক্রেতা বন্ধু। আনন্দবাজার অনলাইনকে নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে স্মৃতিমেদুর আয়ুব। স্ত্রী চুড়ি পরতে ভালবাসতেন। ঈদ হোক কিংবা পুজো, উৎসবে প্রিয়জনের হাতে পরিয়ে দিয়েছেন রংবেরঙের চুড়ি। আজ স্ত্রী নেই। কর্কট কেড়ে নিয়েছে প্রাণ, ঘটিয়েছে সম্পর্কচ্ছেদ। কিন্তু স্মৃতি... ‘অমরত্ব’ অর্জন করে আজও বহমান।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement