সোমবার দুপুরে আগুনে পুড়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় রসকুন্ডু বিটের অন্তর্ভুক্ত হুড়হুড়িয়া জঙ্গল। খবর দেওয়া হয় বিট অফিসে। প্রশাসন ও গ্রামবাসীরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও পুরো জঙ্গল রক্ষা করা যায়নি। তবে আগুনের হাত থেকে বাঁচানো গেছে ভগবন্তপুর ২ গ্রাম পঞ্চায়েতের কয়েক বিঘা আম বাগান এবং সোলার প্রকল্প। গ্রামবাসীদের অনুমান, কাঠ পাচারকারীরাই আগুন লাগিয়েছেন। বার বার জঙ্গলে আগুন লাগার ঘটনা ঠেকাতে বন দফতরকে আরও উদ্যোগী হওয়ার দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা।