গুড্ডু পাকিস্তানের হয়ে চরবৃত্তি করতেন, এমনটাই অভিযোগ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর। উত্তরবঙ্গের যে সব জায়গায় সেনাছাউনি রয়েছে সেখানে ঘুরে ঘুরে খবর সংগ্রহ করতেন গুড্ডু। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, গুড্ডুর আসল নাম মহম্মদ শাকিল। শিলিগুড়িতে রেলের ইঞ্জিনিয়ার সঞ্জয়কুমার সুশীলের বাড়িতে আরও ৭টি পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন গুড্ডু। গত ছ’মাস ধরে টোটো চালাচ্ছিলেন তিনি। গত ১৫ দিন ধরে গুড্ডুর উপর নজরদারি চালাচ্ছিল এসটিএফ। গুড্ডুর সঙ্গে যে পাকিস্তানের আর্থিক লেনদেনও হত, সে তথ্যও পাওয়া গিয়েছে এসটিএফ সূত্রে। গুড্ডুকে জেরা করতে পারে কেন্দ্রীয় সংস্থাও।