রামু কর্মকার ডোকরা শিল্পী। পূর্ব বর্ধমানের আউশগ্রামের দারিয়াপুরের আরও ৫০-৬০ ঘর বাসিন্দার মতই ডোকরা শিল্প রামুর পেশা। ২০১২ সালে দারিয়াপুরের ডোকরা শিল্পী রামু কর্মকার তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারও। কিন্তু শুধু স্বীকৃতিতে দিন চলে না। অসুস্থতার কারণে অশক্ত শরীরে ডোকরার কাজ করে উঠতে পারেন না এখন আর। তাই উপার্জনের জন্য বাড়ির সামনের অংশে একখানি ছোট দোকান খুলেছেন। রামুর আক্ষেপ, শিল্পী-ভাতা প্রাপকের তালিকায় নাম না থাকার। তিনি আরও কাজ করতে চান, শিল্পসৃষ্টি করতে চান, কিন্তু এত প্রতিকূলতা কি আদৌ কাটিয়ে উঠতে পারবেন রামু কর্মকার?