একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ট্যাব কিনতে ১০ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। ট্যাব কেনার টাকা পেতে পেরোতে হয় চারটি ধাপ। অভিযোগ, এ বছর বহু পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা না ঢুকে তা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। কখনও প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড এমন কি পঞ্জাবের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পৌঁছে গিয়েছে ট্যাবের টাকা। রাজ্যের ১৫ জেলার ১৯৪টি স্কুলের পড়ুয়ারা এই দুর্নীতির শিকার।