100 days of Sheikh Hasina in India

পেরিয়ে গিয়েছে একশোরও বেশি দিন, ভারতের কোথায় আছেন শেখ হাসিনা? যা যা জানা গেল এত দিনে

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাকার বন্দোবস্ত করেছে ভারত সরকার। কিন্তু তিনি কোথায় আছেন, কেমন আছেন, পুরোটাই গোপন। এর মধ্যেই হাসিনার ভারতবাসের একশো দিন পেরোলো।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৯:১৪
Share:
Advertisement

জনবিক্ষোভের মুখে গত ৫ অগস্ট দেশছাড়া হতে হয়েছিল। কার্যত এক কাপড়ে চলে আসতে হয়েছিল প্রতিবেশী ভারতে। তার পর কেটে গিয়েছে ১০০ দিন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে কেমন কাটছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার? দিল্লি হাসিনার কাছে নতুন জায়গা নয়। এই শহর জানে তাঁর প্রথম অনেক কিছুই। এখানে থেকেছেন, কাজ করেছেন দীর্ঘদিন। কিন্তু এই দফায় কি সেই দিল্লিতেই এসেছেন মুজিব কন্যা? উত্তর হল, না। এ বারের হাসিনার দিল্লিবাস প্রকৃত অর্থেই গোপনীয়তার বেড়াজালে মোড়া। কারণ, যে পরিস্থিতির প্রেক্ষিতে তাঁর ভারতে আগমণ, তাকে অস্বাভাবিক বললেও কম বলা হয়। সরকারি আমলাদের কথা ধার করে বলা যায়, ‘চরম অস্বাভাবিক’। স্বভাবতই প্রশ্ন উঠছে, চরম অস্বাভাবিক পরিস্থিতিতে কী ভাবে দিন কাটছে মুজিব কন্যার? তিনি ঠিক কোথায় থাকছেন? বহু দিনের চেনাজানা দিল্লিতে পছন্দের বাগানে নিয়মিত প্রাতর্ভ্রমণে বেরোচ্ছেন কি? তাঁকে দেখা যাচ্ছে নিজ়ামুদ্দিন আউলিয়ার দরগায়? নিরাপত্তার কড়াকড়ি কতটা? তাঁকে কি ভারতীয় সেনা নিরাপত্তা দিচ্ছে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement