CV Ananda Bose

প্রেসিডেন্সি পরিদর্শনে বোস, ছাত্র বিক্ষোভের মুখে পড়ুয়াদের নৈশভোজে ডাকলেন রাজ্যপাল

রাজ্যপালকে কালো পতাকা দেখানোর চেষ্টা তৃণমূল ছাত্র পরিষদের, বাধা দিল পুলিশ।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: ঋতুরাজ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ১৭:৫৮
Share:
Advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয়, বারাসতে পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তিন দিনে তিন বিশ্ববিদ্যালয় পরিদর্শেন রাজ্যের সাংবিধানিক অভিভাবক সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার কলকাতার প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখেই বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে এ দিন ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি নেয় ভারতের ছাত্র ফেডারেশন এবং ইন্ডিপেন্ডেন্টস কনসলিডেশন। রাজ্যপালকে কালো পতাকা দেখানোর কর্মসূচি নিলেও তা শেষ পর্যন্ত কার্যকর করতে পারেনি তৃণমূল ছাত্র পরিষদ। প্রদর্শনের আগেই পড়ুয়ার হাত থেকে কালো পতাকা কেড়ে নেয় পুলিশ। এ দিন উপাচার্য অনুরাধা লোহিয়ার সঙ্গে দেখা না হলেও রেজিস্ট্রার দেবজ্যোতি কোনারের সঙ্গে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন তিনি। কথা বলেন অধ্যাপক এবং পড়ুয়াদের সঙ্গেও। আচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিবাস নিয়ে অভিযোগ করতে শোনা যায় পড়ুয়াদের একাংশকে। সব শোনার পর পড়ুয়াদের রাজভবনে নৈশভোজের নিমন্ত্রণ করেন সিভি আনন্দ বোস। সঙ্গে রাজ্যপাল আরও জানান, মাসে এক দিন রাজভবন থেকে প্রেসিডেন্সির পড়ুয়াদের জন্য খাবার পাঠাবেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement