প্রতিবেদন: তীর্থঙ্কর
বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে অনশন। আন্দোলন করতে করতেই অসুস্থ হয়ে পড়লেন রাজ্য সরকারি কর্মী ভাস্কর ঘোষ। অসুস্থ আন্দোলনকারীকে ভর্তি করানো হল এসএসকেএম হাসপাতালে। বুধবার রাজ্য বাজেটে ৩ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও এই ঘোষণায় খুশি নন আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীরা। তাঁদের বক্তব্য, রাজ্য সরকার ভিক্ষা দেওয়ার মতো ডিএ দিচ্ছে। প্রতিবাদে আগামী সপ্তাহের সোম এবং মঙ্গলবার ৪৮ ঘণ্টার পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীদের বক্তব্য, ২০ এবং ২১ ফেব্রুয়ারি পূর্ণ কর্মবিরতি পালন করবে সরকারি কর্মচারীরা। তাঁদের হুঁশিয়ারি সতীর্থের কোনও ক্ষতি হলে তাঁরা পশ্চিমবঙ্গ অচল করার পথে হাঁটবেন।