কলকাতায় জি-২০ সম্মেলনের সূচনা। আন্তর্জাতিক মঞ্চে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ভূয়সী প্রশংসায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জি-২০ গোষ্ঠীর দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃতিত্বও। এ দিন তিনি বলেন, “আমি তিন বারের মুখ্যমন্ত্রী। সাত বারের সাংসদ। বামপন্থী আদর্শের বিরুদ্ধে লড়াই করেছি। ৩৪ বছর ক্ষমতায় থাকা সরকারকে হারিয়ে ক্ষমতায় এসেছি। ক্ষমতায় এসে দেখেছি, বাংলার কোনও উন্নতিই হয়নি। কোভিড সত্ত্বেও এই সময়ে বাংলার উন্নয়ন হয়েছে। অর্থনীতিতেও এগিয়েছে বাংলা। শ্রমিক, কৃষক, মজুর, ছাত্রসমাজ, নারী থেকে রূপান্তরকামী— সব ক্ষেত্রের উন্নতি হয়েছে। প্রত্যেকেই এখন আত্মনির্ভর। ক্ষুদ্র এবং কুটির শিল্পে পশ্চিমবঙ্গ ভারতে প্রথম । মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা। এই প্রকল্পের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। ভারত সরকার ‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে পুরষ্কৃত করেছে।” বক্তৃতার শেষে বিদেশি প্রতিনিধিদের নিজের ভাবনা প্রসূত ইকো পার্ক এবং ওয়্যাক্স মিউজিয়াম ঘুরে দেখার অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।