প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: ঋতুরাজ ও শুভাশিস
বড়দিনের উৎসবের আগে যখন কলকাতা উত্তেজনায় গা সেঁকছে, তখনই শহরে, এক গানের জলসায় মঞ্চে উঠল ‘ইণ্ডিয়ান ওশান’। মাঠভর্তি দর্শকের তুমুল উন্মাদনার মাঝে ঘোষণা করা হল তাদের নতুন অ্যালবাম ‘তু হ্যায়’ প্রকাশের কথা। অনুষ্ঠানের পরে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হলেন রাহুল রাম। আড্ডায় উঠে এল গানের ধারার বিবর্তন, প্রতিবাদের গান থেকে কলকাতার ক্রিসমাস— সবকিছুই। শিল্পীর রাজনৈতিক সচেতনতা থাকা কতটা প্রয়োজন, শিল্প কতটা রাজনীতির ফসল— এই সব কিছু নিয়ে অকপট রাহুল।