Donald Trump

গ্রেফতার হলেও আটক নন, ফৌজদারি মামলায় অভিযুক্ত ট্রাম্প ফিরলেন ফ্লরিডায় নিজ বাসস্থানে

‘দেশের অপমান’, মার-আ-লাগো থেকে জনতার উদ্দেশে ভাষণে তাঁর বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগকে এ ভাবেই অস্বীকার করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ১০:৪৭
Share:
Advertisement

মঙ্গলবার ভারতীয় সময় রাত ১২টার একটু আগেই গ্রেফতার হলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ দিন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লক্ষ ৩০ হাজার ডলার ‘ঘুষ’ দেওয়ার ফৌজদারি মামলায় তাঁর ম্যানহাটন আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল। গত সপ্তাহেই তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করেছিল নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি। কিন্তু মঙ্গলবার ট্রাম্প আত্মসমর্পণ করার আগেই বিচারক হুয়ান মারচেনের নির্দেশে তাঁকে হেফাজতে নেয় পুলিশ। এ দিন আদালতে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে ৩৪টি ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়, যার প্রতিটিতেই নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ডন। ঘণ্টাখানেকের শুনানি শেষে নিউ ইয়র্ক ছেড়ে ফ্লরিডার উদ্দেশে পাড়ি দেন ট্রাম্প।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement