পর্ষদের ভূমিকায় সন্তুষ্ট রাজ্যের শিক্ষামন্ত্রী। ৫ বছর পর টেট পরীক্ষা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তদারকিতে তা হল নির্বিঘ্নেই, দাবি ব্রাত্য বসুর। এ দিন পরীক্ষা শুরুর আগেই হোয়াটসঅ্যাপে ঘুরতে থাকে একটি প্রশ্নপত্র। যা নজরে এসেছে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুরও। তাঁর দাবি এই প্রশ্নপত্র ‘জাল’, ইচ্ছাকৃতভাবে বিশৃখ্ঙলা তৈরি করার উদ্দেশেই তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পর্ষদের নজরে আসতেই বিষয়টি নিয়ে সাইবার থানায় দায়ের হয়েছে অভিযোগ।