প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: ঋতুরাজ
দুর্নীতি। আন্দোলন। আইনি জটিলতা এবং অবশেষে ফের পরীক্ষা। ৫ বছর পর রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে টেট। পরীক্ষা দিচ্ছেন ৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। অন্যদিকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের এই প্রবেশিকা পরীক্ষার আয়োজনে পরীক্ষার সম্মুখীন পর্ষদও! কোনও রকম কারচুপি ছাড়া স্বচ্ছতার সঙ্গে নির্বিঘ্নে টেট পরীক্ষা আয়োজনে সব রকম বন্দোবস্তই করেছে পর্ষদ। রবিবারের পরীক্ষার জন্য শনিবার থেকেই চূড়ান্ত তৎপর প্রশাসনও। আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে তৈরি হয়েছে কন্ট্রোল রুম। নজরদারি চলছে রাজ্যের ১৪৬০টি পরীক্ষা কেন্দ্রে।