প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অসীম
গঙ্গাসাগরে পুণ্যস্নানের ভিড়ে হাত ছেড়ে গেলে ঘরে ফিরতে যার শরণাপন্ন হওয়া ছাড়া উপায় থাকে না, সেটি হল হ্যাম রেডিয়ো। সরকার বলছে, এই বছরে পুণ্যার্থীর সংখ্যা ছিল প্রায় ৫১ লক্ষ এবং তাঁদের সঙ্গে ছিলেন এই হ্যাম রেডিয়ো কর্মীরা। মেলার ভিড়ে হারিয়ে গেলে এই হ্যাম রেডিয়োর ফ্রিকোয়েন্সির সূত্রই অনুসন্ধানের মাধ্যম। এঁরা কেউই পেশাদার রেডিয়ো কর্মী নন। গঙ্গাসাগরের মতো মেলাগুলিতে এঁরা রেডিও সেট সঙ্গে নিয়ে যান, নিজেদের দৈনন্দিন কাজের জায়গা থেকে ছুটি নিয়ে। হঠাৎ হারিয়ে যাওয়াদের কাছে এঁরা আশার আলো। পুণ্যার্থীদের অর্জিত পুণ্যের কিছুটা ভাগ এঁদের জন্য আপনিই বরাদ্দ হয়ে যায়।