medical college

অধ্যক্ষ ঘেরাও! নির্বাচনের দাবিতে উত্তাল আন্দোলন মেডিক্যালে, সাময়িক ব্যহত স্বাস্থ্য পরিষেবা

মেডিক্যাল কলেজে ৩০ ঘণ্টারও বেশি ঘেরাও অধ্যক্ষ। পরিষেবা সাময়িক ব্যহত।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অলোক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ১৭:৪৬
Share:
Advertisement

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল মেডিক্যাল কলেজ। কোনও বিলম্ব না করে দিতে হবে ‘ইলেকশন এসওপি’, এই দাবিতেই অধ্যক্ষ-সহ মেডিক্যাল কলেজের একাধিক বিভাগীয় প্রধানকে ঘেরাও করলেন ভাবী চিকিৎসকরা। সোমবার রাত থেকেই ঘেরাও কর্মসূচি চলছে। ৩০ ঘণ্টারও বেশি সময় চিকিৎসকরা অধ্যক্ষের ঘরেই আটকে। রোগীর পরিবার পরিজনদের দাবি, ছাত্র বিক্ষোভের কারণে চিকিৎসায় বিলম্ব হচ্ছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘অমানবিক’ আচরণের অভিযোগ তুলছেন ঘেরাওয়ে আটকে থাকা চিকিৎসকদের একাংশও। অন্যদিকে বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, তৃণমূল চোরাপথে আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করছে। মেডিক্যাল কলেজে সাময়িক পরিষেবা ব্যহত হওয়ার কথা মেনে নিয়েছেন অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস। পড়ুয়াদের তিনি আশ্বস্ত করেছেন, ছাত্রদের দাবি নিয়ে কর্তৃপক্ষ আলোচনা করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement