প্রতিবেদন:সৌরভ, সম্পাদনা: বিজন
রাণী রাসমণি রোডে কলকাতা জেলা সিপিএমের সভা। সেই সভা থেকে একযোগে মোদী-মমতাকে নিশানা মহঃ সেলিমের। বন্দে ভারতের উদ্বোধন নিয়ে নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক। তাঁর বক্তব্য, ‘‘বন্দে ভারত যদি মোদীরই উপহার হয়, তাহলে টিকিট কেন লাগে? এটা সরকারের কাজ। প্রথম রাজধানী কলকাতা-হাওড়া থেকে চালু হয়েছে। বন্দে ভারত কলকাতায় প্রথম চালু হয়নি। সারা দেশে চালু হওয়ার পর পশ্চিমবঙ্গে এসেছে।” সেলিমের প্রশ্ন, “প্রথম মেট্রো রেল কলকাতা পেয়েছে। পরিকল্পনা হলেও কেন মেট্রোর গতি বাড়ল না। কেন মেট্রোর সংখ্যা বাড়ল না।” একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সেলিম বলেন, “সরকারি প্রকল্পে এখন দলের প্রচার হয়। মুখ্যমন্ত্রী হওয়ার পর খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে এক একটা জায়গায় গিয়েছেন আর দু’শো তিন’শো শিলান্যাস করেছেন।”