News

‘অবাস্তব প্রস্তাব’, ৩ বছরের ডিপ্লোমার বিরোধিতা, পাল্টা যুক্তি ‘মমতাপন্থী’ চিকিৎসকের

ডাক্তারিতে ৩ বছরের ডিপ্লোমা, চিকিৎসকদের নিয়ে কমিটি গঠন করল রাজ্য। এক মাসের মধ্যেই রিপোর্ট।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অসীম

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ২১:২১
Share:
Advertisement

রাজ্যে চিকিৎসকের ঘাটতি। রোগীর অনুপাতে চিকিৎসক কম, পরিষেবা দিতেও কার্যত হিমশিম অবস্থা। এমতাবস্থায় ‘পাঠ্যক্রম কমিয়ে’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রস্তাব। রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে উৎকর্ষ বাংলার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রস্তাব দেন, চিকিৎসক হওয়ার ৫ বছরের পাঠ্যক্রম কমিয়ে ৩ বছর করা হোক। সেই উদ্দেশে রাজ্যের একাধিক চিকিৎসক নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। চিকিৎসকদের কমিটি এক মাসের মধ্যে রাজ্যকে রিপোর্ট দেবে। প্রাপ্ত রিপোর্ট পর্যালোচনার পরই হয়ত পাকাপোক্ত সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গ সরকার। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। ৩ বছরেই ডাক্তারি ডিপ্লোমা, সত্যিই কী সম্ভব? সত্যি হলেও লেখপড়ায় ঘাটতি থেকে যাবে না তো? অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে মতভেদ ভাবী চিকিৎসকদের। যুক্তি, পাল্টা যুক্তিতে কার্যত দ্বিধাবিভক্ত রাজ্যের চিকিৎসক মহল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement