প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
বিহার থেকে ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে ঢুকছে দখিনা বাতাস। যার ফলে উত্তর এবং দক্ষিণ, রাজ্যের দুই বঙ্গেই সোম থেকে শনি পর্যন্ত বজ্রবিদ্যুতের সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান-সহ হাওড়া এবং কলকাতায় ইতিমধ্যেই পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১৮ থেকে ২০মে পর্যন্ত— ৭২ ঘণ্টা বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরে দার্জিলিং, কালিম্পঙ এবং জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।