সুমেরুর দক্ষিণ প্রান্তে, হাডসন উপসাগরের তীরে অবস্থিত কানাডার চার্চিল শহরে প্রতি বছর গ্রীষ্মে আস্তানা জমায় শ্বেত ভালুকেরা। উপসাগরের বরফ গলতে শুরু করলে তারা দলে দলে তীরভূমিতে এসে জড়ো হয়, অক্টোবর মাস থেকে আবার দল বেঁধে হাডসন উপসাগরের উদ্দেশে রওনা দেয়। প্রতি বছর ছ’সপ্তাহের ‘বেয়ার সিজ়নে’ চার্চিলে ভিড় জমান পর্যটকেরা। অনেক সময় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কারণে ভালুকদের আটকে রাখা হয় এক বিশেষ ‘জেলে’। সেখানে ৩০ দিন রাখার পর তাদের হেলিকপ্টারে চাপিয়ে নিয়ে যাওয়া হয় শহর থেকে ৯০ মাইল দূরে।