সমন্বয় নয়, এবার রাজভবনের সঙ্গে বিকাশভবনের সংঘাত প্রকাশ্যে চলে এল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তিনি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বলে মানেন না। যদিও আইনত এই পদ রাজ্যপালেরই। শুক্রবার ব্রাত্য বলেন, তাঁর কাছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ‘নৈতিক’ আচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। যে সিদ্ধান্ত ইতিমধ্যেই ২০২২ সালে বিধানসভায় বিল পাশ করে নেওয়া হয়েছে। বিল আটকে রয়েছে রাজভবনে, যা অবিলম্বে ছাড়তে হবে রাজ্যপালকে। না হলে বিধানসভায় ফের এই বিল পাশ করানোর কথাও বলেন ব্রাত্য। শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষা দফতরকে ‘বাইপাস’ করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল।