Mamata Banerjee

ফরাসি দস্তায় নির্মিত, আয়ারল্যান্ডের আলোয় সজ্জিত ধন ধান্য প্রেক্ষাগৃহের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

৭ কিলোমিটারের সমুদ্র সৈকত ইতিমধ্যেই তৈরি। এক বছর সময়ের মধ্যেই দিঘায় নির্মিত হবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ১৯:৪৯
Share:
Advertisement

8 একর জমির উপর অত্যাধুনিক প্রেক্ষাগৃহ। ব্যবহৃত হয়েছে ফরাসি দস্তা। বাড়ি নির্মাণে ব্যবহৃত হয়েছে ৩ হাজার ৭০০ মেট্রিক টন লোহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ধন ধান্য প্রেক্ষাগৃহ সাজানো হয়েছে আয়ারল্যান্ড থেকে আনা ৩০ হাজার বিদেশি আলোয়। ২০০০ আসন বিশিষ্টি ‘অডিটোরিয়াম’ ছাড়াও এখানে থাকছে ৫৪০ আসন বিশিষ্ট একটি ‘মিনি অডিটোরিয়াম’। শিল্পীদের জন্য থাকছে ১৫ শয্যার একটি ডরমেটরি। ৩০০ গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে সুবন্দোবস্ত। বৃহস্পতিবার আলিপুরে ধন ধান্য প্রেক্ষাগৃহের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ‘ডেডলাইন’ দিয়ে জানিয়ে রাখলেন, “আর এক বছরের মধ্যেই তৈরি হবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে চিত্তাকর্ষক মন্দির। বিগ্রহগুলো শুধু নিম কাঠের বদলে মার্বেল দিয়ে বানানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement