শীত পড়লেই দার্জিলিং ও তার পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা থেকে উলের পোশাকের সম্ভার নিয়ে সমতলে নেমে আসতেন ভুটিয়া সম্প্রদায়ের লোকজন। বছরের পর বছর ধরে এই ছিল রীতি। ভুটিয়াদের পসরা নিয়েই গড়ে উঠেছিল শিলিগুড়ির ভুটিয়া বাজার। তবে পুরনো ছবিটা দ্রুত বদলাচ্ছে। ভুটিয়াদের জায়গা নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাই। কিন্তু ভুটিয়া বাজার তবুও টিঁকে আছে শিলিগুড়িতে।