Chaitra Sale

পয়লা বৈশাখে সেজে ওঠার প্রস্তুতি, ‘চৈত্র সেলে’ চলছে বাঙালির বছর শেষের কেনাকাটা

পয়লা বৈশাখের আগে হাতিবাগান ও গড়িয়াহাটের বাজার কেমন, ঘুরে দেখল আনন্দবাজার অনলাইন।

প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ: অতনু, সম্পাদনা: অসীম

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ ১৬:০৪
Share:
Advertisement

থরে থরে সাজানো শাড়ি, ব্যাগ, জামাকাপড়। গড়িয়াহাটের ফুটপাথ বা হাতিবাগানের চেনা ছবি। তবে, বছরের বিশেষ কিছু সময়ে এই সব দোকানে ভিড় বাড়ে। ঠিক যেমন এই চৈত্র শেষের বেলা। চলছে চির চেনা ‘চৈত্র সেল’। বিশেষ ছাড়ের পার্বণ। বাঙালির নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে পয়লা বৈশাখের আগের এই কেনাকাটা। রীতি, বছরের প্রথম দিন নতুন পোশাক পরবে সকলে। সেজে উঠবে বাড়ি। নতুন জামা পাবেন বাড়ির বিগ্রহও। উপহার পাবেন কাছের মানুষজন। যদিও বিক্রেতাদের মত, এখন আর সেভাবে জমে না বছর শেষের বাজার। বছরভর অনলাইন বিকিকিনিতে অভ্যস্ত হয়ে উঠেছেন সকলে। তা সত্ত্বেও, গরমের উপযোগী টুকিটাকি জামাকাপড় থেকে উপহারসামগ্রী কিনতে এখনও ভিড় জমাচ্ছেন ক্রেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement