সম্পাদনা: অলোক
পলাশির যুদ্ধের তিন দশক পর ১৭৮০ সালের ২৯ জানুয়ারি প্রকাশিত হয়েছিল ভারতের প্রথম পত্রিকা ‘বেঙ্গল গেজেট’। এই পত্রিকা পরিচিত ছিল ‘ক্যালকাটা জেনারেল অ্যাডভারটাইজার’ নামেও। আয়ারল্যান্ড থেকে কলকাতায় এসে ইংরেজি ভাষায় এই ট্যাবলয়েড প্রকাশ করেছিলেন জেমস অগাস্টাস হিকি। পরবর্তীতে লোকমুখে যা পরিচিতি পায় ‘হিকিজ় বেঙ্গল গেজেট’ নামে। ১৭৮৩ সালের ১০ এপ্রিল পত্রিকা বন্ধ হয়ে গেলেও ইতিহাসের পাতায় থেকে যায় ‘বেঙ্গল গেজেট’। রাজরোষে পড়েই পত্রিকা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন সম্পাদক-প্রকাশক জেমস অগাস্টাস হিকি।