NCERT Syllabus

মোগলদের ইতিহাস কেন পড়ব, পর্ব ৫

মোগলদের শহর নির্মাণে কোনও একক আরব-ইসলামিক ধারাই মেনে চলা হয়নি, তাঁদের শহরের ধারণা বহুমাত্রিক, মত ইতিহাসবিদ ও বারাসাতের পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা উর্বি মুখোপাধ্যায়ের।

প্রতিবেদন: প্রিয়ঙ্কর

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ০৯:৩২
Share:
Advertisement

এনসিইআরটির- দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম থেকে মোগল সাম্রাজ্যের ইতিহাস বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক দেশ জুড়ে। এনসিইআরটির ডিরেক্টর দীনেশ সাকলানি যদিও দাবি করেছেন পড়ুয়াদের পাঠ্যক্রমের বোঝা কমানোর জন্যই এই সিদ্ধান্ত, কিন্তু তা মানতে নারাজ অনেক শিক্ষাবিদ ও ইতিহাসবেত্তা। মোগল শাসকদের ইতিহাস পড়া কি আদৌ জরুরি? দেশের ইতিহাসে কতটা প্রাসঙ্গিক আকবর-শাহজাহানের কাণ্ডকারখানা? আনন্দবাজার অনলাইনের বিশেষ প্রতিবেদন ‘মোগলদের ইতিহাস কেন পড়ব’-র পঞ্চম ও শেষ পর্বে মুখোমুখি ইতিহাসবিদ উর্বি মুখোপাধ্যায়। বারাসাতের পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা উর্বির মতে, মোগলদের বানানো শহর তাঁদের সদা পরিবর্তনশীল, বহুমাত্রিক সংস্কৃতির আভাস দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement