দেশ স্বাধীন হল কিন্তু তামিলনাডুর পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে স্বাধীনতার স্বাদ তো দূরে থাক, সেই খবরটুকুও পৌঁছল না। দেশের অন্যান্য প্রান্তে যখন স্বাধীনতার উদযাপন চলছে তখন সেঙ্গাড়ু গ্রামে ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছায়া। সেখানে থাকা ব্রিটিশ শাসকের চক্রান্তের জেরে গ্রামবাসীরা জানতেই পারলেন না আগের দিন দেশ স্বাধীন হয়েছে। সুতরাং তাঁদের স্বাধীনতার লড়াই জারি থাকল আগের মতো করেই। তামিল ছবি ‘অগাস্ট ১৬, ১৯৪৭’ ছবির বিষয়বস্তু এই কাহিনি। ছবিটি পরিচালনা করেছেন এন এস পঙ্কুমার। প্রযোজনায় এ আর মুরুগাদস যিনি ‘গজনি’র মতো জনপ্রিয় ছবি পরিচালনা করেছেন। মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে গৌতম কার্তিককে। মুক্তি পেয়েছে ট্রেলার। আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে ‘অগাস্ট ১৬, ১৯৪৭’।