Sagardighi

বাড়ি থেকে কংগ্রেস নেতাকে তুলে নিয়ে গেল পুলিশ! থানা ঘেরাও করল কংগ্রেস-বাম

শনিবার থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছেন বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস। কংগ্রেস সূত্রে খবর, দুপুরেই ঘটনাস্থলে আসতে পারেন সাংসদ অধীর চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৩
Share:
Advertisement

সাগরদিঘির কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতিকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। প্রতিবাদে থানা ঘেরাও করলেন কংগ্রেস এবং বাম কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে আসতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মুর্শিদাবাদের সাগরদিঘির যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সহিদুল রহমানকে আচমকা তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রথমে তাঁকে আটক করা হয়েছে বলে জানানো হয়। কিন্তু কী অভিযোগ, তা না জানিয়েই কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারির প্রতিবাদে শনিবার সকাল থেকেই থানা ঘেরাও করে রেখেছেন বাম-কংগ্রেস কর্মীরা।

Advertisement

সহিদুলের পরিবারের দাবি, শুক্রবার গভীর রাতে তাঁদের বাড়িতে যায় পুলিশ। তার পর এই গ্রেফতারির ঘটনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement