কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসেছেন আর্জেন্টিনার চলচ্চিত্র নির্মাতা ভির্না মোলিনা। তাঁর ছবি ‘হিটলারস্ উইচ’, দেখানো হল উৎসবে।
মারাদোনায় বিভোর মেসির খেলা দেখার জন্য মুখিয়ে থাকা এই শহরে এসে অভিভূত ভির্না মোলিনা। আনন্দবাজার অনলাইনকে বললেন, "আমাদের দেশেও মানুষ এই ভাবেই রাস্তায় নেমে পড়ে খেলার জন্য।" মেসি না মারাদোনা? পরিচালককে এই প্রশ্ন করতেই বললেন, "খেলার জায়গায় দু'জনেই ঈশ্বর। তবে মানুষ হিসেবে মারাদোনা ভাল না। অন্য দিকে মেসি মানবিক। এ প্রজন্মের সার্থক নারীবাদী পুরুষ।"
মহিলা পরিচালক হিসেবে বহু লড়াই করতে হয়েছে তাঁকে। বললেন, "আমাদের দেশে এখনও যে কোনও কাজে ছেলেদের এগিয়ে রাখা হয়। বলা হয় ছেলেরা 'ভাল' পারবে।" সেই লড়াই থেকেই তিনি স্বপ্ন দেখেন ছবি নির্মাণের। ঈশ্বরকে ছোঁয়ার।