ব্যয় বিপুল! খরচ বাঁচাতে এবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত অনলাইন বিপণনী সংস্থা অ্যামাজ়নের। ৩ লক্ষ কর্মীর ৬ শতাংশ, অর্থাৎ ১৮, ০০০ কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। একসঙ্গে এতো জনের চাকরির উপর কুঠারাঘাত— অ্যামাজ়নের ইতিহাসে যা সর্বোচ্চ। কোন দেশ থেকে কর্মী ছাঁটাই করা হবে? এই বিষয়ে নিশ্চিত করে কিছু না বললেও, ইউরোপকে এই তালিকায় রাখা হয়েছে বলেই সূত্রের খবর। হঠাৎ কেন এই পদক্ষেপ? অ্যামাজ়নের সিইও অ্যান্ডি জেসির উত্তর, ‘‘বিগত কয়েক বছরে চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে সংস্থাকে অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্রত্যেক বছরই আরও কর্মী নিয়োগের ভাবনা অমূলক। অনিশ্চিত অর্থনীতির কথা ভেবেই কর্মী ছাঁটাইয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’’