Mamata Banerjee

কন্যাশ্রী চাইলেন ৭০ বছরের বৃদ্ধা, কী উত্তর দিলেন মমতা?

একটা পরিবার দু’টো পাচ্ছে, আরেকটা পরিবার হয়ত দশ’টা পাচ্ছে, কেউ কোনও ট্যাকনিকাল কারণে সরকারি প্রকল্প না পেলে, সেটা তাঁদের বোঝাতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
গঙ্গাসাগর শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১৪:১৫
Share:
Advertisement

কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে নতুন বছরেও সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সাগর থেকে তাঁর প্রশ্ন, ‘‘কুম্ভমেলা সব পাচ্ছে, কিন্তু গঙ্গাসাগর মেলা কেন অবহেলিত, কেন বঞ্চিত থাকবে?’’ একশো দিনের কাজে কেন্দ্রের টাকা আসছে না বলেও এ দিন অভিযোগ করতে শোনা যায় তাঁকে। একই সঙ্গে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের পশ্চিমবঙ্গ সফর নিয়েও তোপ দেগেছেন তিনি। আবাস প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‘অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত করেছি। তিন তলা বাড়ি থাকা সত্ত্বেও যারা নাম দিয়েছেন, তাদের নাম কেটে দিয়েছি। বিজেপি নেতারা গ্রামীণ আবাস যোজনার নামে টাকা নিয়ে নিয়েছে, আমরা সবার নাম কেটে দিয়েছি।’’ একই সঙ্গে তাঁর পরামর্শ, ‘‘অভিযোগ থাকলে দুয়ারে সরকারে জমা দিন, সরকার ব্যবস্থা নেবে। কেউ কেন বঞ্চিত হচ্ছে সেটা বোঝাতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement