দাবদাহে পুড়ছে বাংলা। বিশেষত পশ্চিমের জেলাগুলি। বুধবার ৫ জেলায় তীব্র তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে তাপমাত্রা খুব বেশি থাকবে বলেই পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই সোমবারের তুলনায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমল। দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচেই থাকল। তাতে যদিও অস্বস্তি কাটেনি। তবে পশ্চিম এবং মধ্য ভাগের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল দিনের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহ হতে পারে। তার জন্য সতর্কতা জারি করা হয়েছে।