Bengal Safari Park

কারও পছন্দ বরফ, কারও ওআরএস, গ্রীষ্মে ডায়েট বদল শিলিগুড়ির বেঙ্গল সাফারির আবাসিকদের

গরমে অতিষ্ঠ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের বাঘ, ভালুক, হাতি, হরিণ-সহ একাধিক পশু। তীব্র গরম থেকে তাদের রেহাই দিতে সাফারি পার্ক কর্তৃপক্ষের তরফে থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১৯:৫২
Share:
Advertisement

গরমে নাজেহাল অবস্থা শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের বাসিন্দাদের। অতিষ্ঠ বাঘ, ভালুক, হাতি, হরিণ-সহ একাধিক পশু। তীব্র গরম থেকে তাদের রেহাই দিতে সাফারি পার্ক কর্তৃপক্ষের তরফে থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। ভালুকের খাঁচায় নিয়ম করে পৌঁছে দেওয়া হচ্ছে বরফ। তা নিয়েই সে ব্যস্ত সারা দিন। বাঘেদের এনক্লোজারে ব্যবস্থা করা হয়েছে ছোট পুকুরের। এই গরমে সাফারি পার্কের ভিতরে যে নদী রয়েছে তাতে ডুব দিয়েছে দুই হাতি ঊর্মিলা এবং লক্ষ্মী। বেঙ্গল সাফারি পার্কের অধিকর্তা কমল সরকার জানিয়েছেন, তৃণভোজীদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে ওআরএস মেশানো জল। যাতে তাদের শরীরে জলের অভাব না দেখা দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement