Ajay Devgn

খালি পায়ে অলিম্পিকের ‘ময়দানে’, অজয় দেবগণের নতুন ছবিতে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের গল্প

‘ময়দান মে উতরেঙ্গে গ্যায়ারা পর দিখেঙ্গে এক’। ‘ময়দান’ ছবিতে কোচ সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অজয় দেবগণ। মুক্তি পেল টিজ়ার। উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৩ ১৮:১১
Share:
Advertisement

সামার অলিম্পিক ১৯৫২, ফিনল্যান্ড স্টেডিয়াম। মুখোমুখি ভারত-যুগোস্লাভিয়া। খালি পায়ে ভারতীয় খেলায়াড়েরা ইঞ্চিতে ইঞ্চিতে টক্কর দিচ্ছেন বুট পরিহিত প্রতিপক্ষের সঙ্গে। গ্যালারি জুড়ে সমর্থকদের চিৎকার। ভারতীয় ফুটবল দলের স্বর্ণযুগ। ‘ময়দান’–এর টিজ়ার জুড়ে তারই উদ্‌যাপন। নির্দেশক অমিত শর্মার ছবি ভারতীয় ফুটবলের গৌরবের ইতিহাসের গল্প বলে।সেই সময় ভারতীয় দলের কোচ এবং ম্যানেজার ছিলেন সৈয়দ আবদুল রহিম, যাঁকে ভারতীয় ফুটবলের স্থপতি বলা হয়। রহিমের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। অন্যান্য ভূমিকায় প্রিয়ামণি, গজরাজ রাও। এই ছবিতে অভিনয় করেছেন বাংলা ইন্ডাস্ট্রির রুদ্রনীল ঘোষও। উচ্ছ্বসিত রুদ্রনীল সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন ছবির পোস্টার।

ছাতা হাতে কোচের ভূমিকায় অজয় দেবগণ, কোচিংয়ের দৃশ্য, চোখধাঁধানো গোল, সাফল্য-হতাশা-বিক্ষোভের ঝলক দেড় মিনিটের এই টিজ়ারে, যা ইতিমধ্যেই নজর কেড়েছে সিনেপ্রেমীদের। অজয়ের অনুরাগীদের পাশাপাশি ছবি মুক্তির অপেক্ষায় সাধারণ দর্শকও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement