পুরুলিয়া থেকে উঠল কুড়মিদের অবরোধ। যদিও কুড়মি নেতা অজিত মাহাতোর হুঁশিয়ারি, আপাতত অবরোধ তুলে নেওয়া হলেও ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর থেকে জঙ্গলমহলের তিন জেলায় ফের রেল অবরোধ হবে। রাজ্য সরকারের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন অজিত।একগুচ্ছ দাবি নিয়ে গত পাঁচ দিন ধরে পুরুলিয়া এবং মেদিনীপুরে রেল অবরোধ করেছেন কুড়মিরা। রবিবার পুরুলিয়ায় বিক্ষোভস্থল থেকে কুড়মি নেতা অজিত অভিযোগ করেছেন, এই নিয়ে কোনও ‘সদর্থক ভূমিকা’ নেয়নি রাজ্য। তাঁর কথায়, ‘‘পরিষ্কার কথা, রাজ্য সরকার গত পাঁচ দিনে একটা চিঠি চাপাটি করতে পারল না। আমাদের জন্য কোনও সদর্থক ভূমিকা নেয়নি। অথচ ডিএম, এসপিকে বলা হচ্ছে বার বার, যাতে আমরা অবরোধ তুলি। আমরা দু’বার রেল অবরোধ করলাম, তার কারণ লেখার জন্য এক লাইন ক্ষমতা হল না।’’ তিনি এই অভিযোগও করেছেন যে, আন্দোলনকারীদের হুমকি দিয়েছে সরকার। তিনি বলেন, ‘‘ব্যক্তিগত ভাবে আমাদের ছেলেদের হুমকি দেওয়া হচ্ছে।’’এর পরেই অজিত জানিয়ে দেন, আপাতত অবস্থান তুলে নিলেও ভবিষ্যতে ফের আন্দোলনের পথে নামবেন তাঁরা। তাঁর কথায়, ‘‘আপাতত রেলের অবস্থান তুলে নিলাম। আগামী দিনে তিন জেলায় রেল অবরোধ হবে। সরকার কিছু না করলে লড়াই চলবে। আপাতত লড়াই প্রত্যাহার করলাম।’’ কুড়মি নেতা এও জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে যে চিঠি দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করছেন তাঁরা। তাঁর কথায়, ‘‘অনেক মিটিং হচ্ছে, কী লাভ হচ্ছে। তাই প্রত্যাহার করলাম।’’