আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রয়েছে এ’ রকম পনেরোটি দেশকে তালিকাভূক্ত করেছে ট্রাম্প প্রশাসন। যে দেশগুলি নিজেদের উৎপাদিত পণ্য নির্দিষ্ট হারে আমেরিকায় বিক্রি করে থাকে। কিন্তু নিজেদের দেশের ক্ষেত্রে আমেরিকাকে একই রকম শুল্কছাড়ের সুযোগ দেয় না। তালিকায় রয়েছে আমেরিকার সীমান্তবর্তী দুই দেশ কানাডা এবং মেক্সিকো। ইউরোপীয় ইউনিয়নের আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, সুইৎজ়ারল্যান্ড ও ইটালি। এশিয়ার চিন, ভারত, দক্ষিণ কোরিয়া জাপান, ইন্দোনেশিয়া, তাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়া। ট্রাম্প সরকারের মতে আমেরিকায় বাণিজ্যিক অর্থনৈতিক অসাম্যের নেপথ্যে এই দেশগুলির শুল্কনীতিই দায়ী।