Abhishek Banerjee

বাংলায় দুর্নীতিমুক্ত, রক্তপাতহীন, সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত চাই: অভিষেক বন্দ্যোপাধ্যায়

নরেন্দ্র মোদী নিজে ৮,০০০ কোটি টাকার প্রাইভেট জেট কিনে ৫,০০০ কোটি টাকার পাবলিসিটি করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন: অভিষেক

নিজস্ব প্রতিবেদন
কোচবিহার শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১৮:০৪
Share:
Advertisement

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে শুরু হয়েছে ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচি। সেই কর্মসূচির তৃতীয় দিনে কোচবিহার উত্তরে সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই বাংলায় ‘দুর্নীতিমুক্ত’, ‘রক্তপাতহীন’, ‘সন্ত্রাসমুক্ত’ পঞ্চায়েত গড়ার ডাক দিলেন তিনি। তাঁর বক্তব্য, “পঞ্চায়েত মানেই গাজোয়ারি, পঞ্চায়েত মানেই সন্ত্রাস, পঞ্চায়েত মানেই দুর্নীতি— প্রথমবার বাহাত্তর সাল থেকে চলে আসা এই প্রথা আমরা ভাঙতে এসেছি। আমি একা কিছু করতে পারব না। আমার জায়গায় ১০ হাজার অভিষেক বন্দ্যোপাধ্যায় নামলেও কিছু করতে পারবে না যদি মানুষ না চায়। আপনাদেরই এই পরিবর্তন আনতে হবে।” এই সভা থেকেই কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হন অভিষেক। তিনি বলেন, “আপনি একশো দিনের কাজ করে বাড়িতে বসে রয়েছেন, টাকা পাচ্ছেন না। বিজেপি আপনার টাকা আটকে রেখেছে। আর নরেন্দ্র মোদী নিজে ৮,০০০ কোটি টাকার প্রাইভেট জেট কিনে ৫,০০০ কোটি টাকার পাবলিসিটি করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement