প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: বিজন
শহিদ মিনারে তৃণমূলের ছাত্রযুব সংগঠনের ডাকে সভা। সেই সভা থেকেই বিজেপি এবং সিপিএমকে আক্রমণ ব্রাত্য বসুর। তাঁর বক্তব্য, “কেন্দ্র এবং রাজ্যের সুসম্পর্কের মধ্যেই দেশের আর্থিক মেরুদণ্ড দাঁড়িয়ে রয়েছে। সেই মেরুদণ্ড বেঁকিয়ে দেওয়ার রাজনীতি করছে বিজেপি। বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যগুলোতেই এই নীতি কার্যকর করেছে ভারতীয় জনতা পার্টি। আর পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা সব বঞ্চনাকে ছাপিয়ে গিয়েছে।” একই সঙ্গে সিপিএমকে বিঁধে ব্রাত্যর তির্যক মন্তব্য, “যে অসভ্যতা আমাদের সঙ্গে নাগাড়ে করে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভদ্রতাকে যারা দুর্বলতা ভেবেছেন, এ বার সময় এসেছে শোধ নেওয়ার। ইঞ্চিতে ইঞ্চিতে শোধ না দিতে পারলেও সেমি ইঞ্চিতে ইঞ্চিতে শোধ দেওয়ার সময় এসেছে।” এই সভামঞ্চ থেকেই ‘কেন্দ্রের বঞ্চনা’ নিয়ে বিজেপিকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “কেন্দ্র সরকার রাজ্য সরকারের ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা গায়ের জোরে আটকে রেখেছে। এই টাকা বাংলাকে দিলে ৫০ লক্ষ পরিবারকে পাকা বাড়ি তৈরি করে দেওয়া যেত। নদী ভাঙনের সমস্যার চিরস্থায়ী সমাধান সম্ভব হত। প্রত্যেক বিধানসভায় অন্তত ৪টি করে উড়ালপুল হত। এই টাকায় প্রায় ১ লক্ষ কিলোমিটার পাকা রাস্তা তৈরি হত।”