Manish Sisodia

গ্রেফতার মণীশ সিসৌদিয়া, কলকাতা-সহ সারা দেশ জুড়ে বিক্ষোভ আম আদমি পার্টির

রবিবার সাড়ে ৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পরে সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসৌদিয়া। অভিযোগ আবগারি দুর্নীতি মামলায় তদন্তে অসহযোগিতার।

সম্পাদনা: শুভাশিস

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০১
Share:
Advertisement

১৬ নভেম্বর ২০২১-এ নয়া আবগারি নীতি এনেছিল দিল্লির কেজরীওয়াল সরকার। তাতে বিস্তর দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের আর্জি জানান দিল্লির উপরাজ্যপাল বিনয়কুমার সাক্সেনা। তদন্তে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অক্টোবরে জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আবগারি মন্ত্রী মণীশ সিসৌদিয়ার। তাঁর বাড়িতে তল্লাশিও চালায় সিবিআই। শেষ পর্যন্ত রবিবার সাড়ে ৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতার অভিযোগে মণীশকে গ্রেফতার করে সিবিআই। মণীশের গ্রেফতারিকে ‘গণতন্ত্রের কালো দিন’ বলে অভিহিত করেছিল আপ। এর প্রতিবাদে সোমবার সারা দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় আম আদমি পার্টি। এ দিন দেশের বিভিন্ন বড় শহরের পাশাপাশি কলকাতায় বিজেপির রাজ্য দফতরের সামনেও বিক্ষোভ দেখায় আপের কর্মী-সমর্থকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement