প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: অলোক
১৮৫৫ সালে তৈরি। পিতা নিমাই চরণ মল্লিকের স্মৃতিতে মল্লিক ঘাট তৈরি করেছিলেন রামমোহন মল্লিক। জগন্নাথ ঘাটের পাশেই হাওড়া ব্রিজের কাছে এই শতাব্দী প্রাচীন ঘাট এখন এশিয়ার সব থেকে বড় ফুলের বাজার। এই ফুলের বাজার গড়ে ওঠার নেপথ্যে পুরীগামী পুণ্যার্থীদের অবদান অনস্বীকার্য। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, বিয়ে হোক কিংবা পুজো— যে কোনও মরশুমেই মল্লিক ঘাট কলকাতা তো বটেই রাজ্যবাসীর কাছেই এক বিকল্পহীন গন্তব্য। রাত পোহালেই সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমীর আগে মল্লিক ঘাট ফুল বাজারের ছবিটা ঠিক কী রকম, ঘুরে দেখল আনন্দবাজার অনলাইন।