প্রতিবেদন ও চিত্রগ্রহণ: তীর্থঙ্কর, সম্পাদনা: অলোক
বছরের পর বছর বাঁশের কঞ্চির কাজ করে আসছেন কলকাতার ডোমপাড়ার শিল্পীরা। সরস্বতী পুজোয় তাঁদের ব্যস্ততা তুঙ্গে। ক্রেতাদের চাহিদা মতো প্যান্ডেলের জোগান দিতে দম ফেলবার ফুরসৎ নেই। কী ভাবে তৈরি হয় অভিনব সব বাখারির প্যান্ডেল? এ বছরের থিম কী কী? ব্যবসাই বা কী রকম? খোঁজ নিতে আনন্দবাজার অনলাইন হাজির শিল্পীদের মহল্লায়।