Hikikomori

করোনা সমাজবিচ্ছিন্নতা বাড়িয়েছে, নতুন মারি ‘হিকিকোমোরি’তে ভুগছেন জাপানবাসী

সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, টোকিয়োতে অন্তত ৯ হাজার মানুষ ‘হিকিকোমোরি’ আক্রান্ত। সমীক্ষায় দেখা গেছে ১৫ থেকে ৬২ বছর বয়সিদের অন্তত ২ শতাংশ মানুষই এই অসুখের শিকার।

সংবাদ সংস্থা
টোকিয়ো (জাপান) শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১০:৩৯
Share:
Advertisement

একা হয়ে যেতে চাইছেন সকলে। লোকজনের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিয়ে বিচ্ছিন্নবাসে জীবন কাটাতে চাইছেন। জাপানের বড় অংশের মানুষ এখন এই অসুখে আক্রান্ত— নাম ‘হিকিকোমোরি’। বর্তমান সমাজব্যবস্থার চাপ, শিক্ষাক্ষেত্রের প্রত্যাশা, প্রতিযোগিতা, কর্মসংস্থানের অভাব মানুষকে ক্রমে একা করে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ‘হিকিকোমোরি’ চলতে থাকলে তার প্রভাব হবে সুদূরপ্রসারী। দেশে জন্মহার ভয়ানক ভাবে কমবে, বার্ধক্য বাড়বে। ক্রমে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাপান সরকার। তাই টোকিয়ো প্রশাসন আগামী জুন মাস থেকে অনলাইন মেটাভার্সে বিভিন্ন সামাজিক জমায়েতের ব্যবস্থা করবেন বলে ঘোষণা করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement