ইরানের মহিলারা জড়ো হয়ে নিজেদের হিজাব পুড়িয়ে দিচ্ছেন, কেউ কেউ প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে কেটে ফেলছেন চুল। গত এক বছরে ইরানের এমন ছবি বারবার সামনে এসেছে। এখন অনেকেই আর হিজাব পরছেন না। রাশ টানতে ইরানের পুলিশ প্রশাসন জারি করল নতুন ফরমান। জনবহুল এলাকায় নজরদারি ক্যামেরা লাগিয়ে পুলিশ চিহ্নিত করবে হিজাব না পরা মহিলাদের। তাঁদের কাছে প্রথমে যাবে সতর্কতামূলক টেক্সট মেসেজ। তারপরেও অসতর্ক হলে দেওয়া হবে শাস্তি। বিশ্ববিদ্যালয়ে যাওয়া থেকে মহিলাদের গর্ভনিরোধক ব্যবহার— ইরানে মহিলাদের মানবাধিকারের উপর প্রশাসনের ক্রমাগত হস্তক্ষেপ চলছে। সেই তালিকাতে যুক্ত হল এই নতুন ফতোয়া।