Hijab Controversy

হিজাবের ফতোয়া মানছেন না ইরানের মহিলারা! জনবহুল এলাকায় বসছে ক্যামেরা, চলবে নজরদারি

গত বছর হিজাব না পরায় ২২ বছর বয়সি তরুণী মাহশা আমিনিকে ইরানের পুলিশ গ্রেফতার করে। পুলিশি হেফাজতে মাহশার মৃত্যু হলে ইরানে হিজাববিরোধী আন্দোলন জোরদার হয়।

সংবাদ সংস্থা
তেহরান শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ১২:০৬
Share:
Advertisement

ইরানের মহিলারা জড়ো হয়ে নিজেদের হিজাব পুড়িয়ে দিচ্ছেন, কেউ কেউ প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে কেটে ফেলছেন চুল। গত এক বছরে ইরানের এমন ছবি বারবার সামনে এসেছে। এখন অনেকেই আর হিজাব পরছেন না। রাশ টানতে ইরানের পুলিশ প্রশাসন জারি করল নতুন ফরমান। জনবহুল এলাকায় নজরদারি ক্যামেরা লাগিয়ে পুলিশ চিহ্নিত করবে হিজাব না পরা মহিলাদের। তাঁদের কাছে প্রথমে যাবে সতর্কতামূলক টেক্সট মেসেজ। তারপরেও অসতর্ক হলে দেওয়া হবে শাস্তি। বিশ্ববিদ্যালয়ে যাওয়া থেকে মহিলাদের গর্ভনিরোধক ব্যবহার— ইরানে মহিলাদের মানবাধিকারের উপর প্রশাসনের ক্রমাগত হস্তক্ষেপ চলছে। সেই তালিকাতে যুক্ত হল এই নতুন ফতোয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement