Malda Blast

১১ ঘণ্টা বাদে নিয়ন্ত্রণে আগুন, মালদহে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত বেড়ে ২

মালদহের নেতাজি পুরবাজার এলাকায় বাজির গুদামে বিস্ফোরণ হয়। তার পরেই আগুন ধরে যায় গুদাম এবং তৎসংলগ্ন বাজির দোকানে। অগ্নিদগ্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ১৮:৫৩
Share:
Advertisement

মালদহে বাজির গুদামে আগুন। বিস্ফোরণের পর আগুন ধরে যায় গুদামে। ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্তত তিন জন গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানে আরও এক জনের মৃত্যু হয়। দমকলের আটটি ইঞ্জিন ১১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মালদহের ইংরেজবাজার পুরসভার নেতাজি পুরবাজার এলাকায় মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়েরা প্রথমে ভেবেছিলেন, কোথাও বোমা ফেটেছে। কিন্তু পরে জানা যায়, বাজারে যে বাজির গুদাম রয়েছে, সেখানে বিস্ফোরণ হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ওই বাজির গুদাম ঘিরে একাধিক বাজির দোকানও ছিল। মঙ্গলবার সকালে গুদামের সামনে গাড়ি থেকে কার্বাইড নামানো হচ্ছিল। সেই কার্বাইড অসাবধানতায় নীচে পড়ে যায়। তার পরেই বিস্ফোরণ। আগুন ধরে যায় গুদামে। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। দমকল সূত্রে জানানো হয়, যে হেতু ঘটনাস্থলে কার্বাইড রয়েছে, তাই আগুন নেভাতে সমস্যা হচ্ছে। বালি চাপা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে দমকল। ছোট গলির ভিতরে গুদাম হওয়ায় সেখানে দমকলের বড় ইঞ্জিন ঢুকতে পারেনি। ফলে আগুন নেভাতে সমস্যার মুখে পড়েন দমকলকর্মীরা। অবশেষে প্রায় ১১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement