পাঞ্জাবের সংরুর-এ খোঁজ মিলল দেড়শো বছরের পুরনো একটি সুড়ঙ্গের। সংরুর-এর একটি ব্যস্ত বাজার জলের পাইপ ফেটে প্রায় ডুবতে বসেছিল। তার মেরামতির কাজে হাত লাগাতেই বেরিয়ে এল এই সুড়ঙ্গ। স্থানীয় এক ঐতিহাসিকের মতে এই সুড়ঙ্গ বর্জ্য পদার্থ নিষ্ক্রমণের জন্য ব্যবহৃত হত।