প্রতিবেদন: বৃষ্টি, চিত্রগ্রহণ: ঋতুরাজ, সম্পাদনা: ঋতুপর্ণা
রবীন্দ্রসঙ্গীত কাব্য প্রধান গান, তাই গানের মধ্যে সেই কাব্যরস বজায় থাকা উচিত বলে মনে করেন ওপার বাংলার রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলাম। ‘‘রবীন্দ্রনাথ নিজেই আধুনিক ছিলেন। সেই সময় যদি আধুনিক বাজনার প্রচলন থাকত তাহলে তিনি নিজেই হয়তো তাঁর কোনও না কোনও গানে সেই বাদ্যযন্ত্র ব্যবহার করতেন’’, বললেন বর্ষীয়ান শিল্পী।