প্রতিবেদন: প্রিয়ঙ্কর
বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে ৩ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে ২ জন তৃণমূল কর্মী এবং এক জন আইএসএফ কর্মী। উত্তর দিনাজপুরের চোপড়াতেও এক জনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর অভিযোগ উঠেছে। তার আগে, মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। মনোনয়ন-পর্বে একের পর এক অশান্তির ঘটনায় রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে কটাক্ষ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও। বৃহস্পতিবার রাতে মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় একটি বিবৃতি প্রকাশ করেন রাজ্যপাল। শুক্রবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙড়ে পৌঁছে যান তিনি।