প্রতিবেদন: বৃষ্টি, চিত্রগ্রহণ ও সম্পাদনা: ঋতুপর্ণা
ব্যোমকেশের চরিত্রে রুক্মিণীর প্রথম পছন্দ উত্তমকুমার। তার পর তালিকায় আবীর চট্টোপাধ্যায়। সত্যবতীকে নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করেছেন, এমনটাই জানালেন রুক্মিণী। কথায় কথায় বললেন, “আমি বোধ হয় ভাল কাস্টিং ডিরেক্টর হতে পারব।” “আমি যখন ‘সত্যবতী’কে হ্যাঁ বলি, তখন অনেকে হয়তো ভাবতেও পারেনি কেমন হবে, কী ভাবে হবে। নিজেকে অনেকটা ভাঙতে হয়েছে,” নতুন চরিত্র নিয়ে বললেন রুক্মিণী। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিতে হলিউডের ধাঁচ রয়েছে, জানালেন দেবের ‘সত্যবতী’।