West Bengal Panchayat Election 2023
ভাঙড়ে গুলিবিদ্ধ ভোটার, প্রাথমিক শুশ্রূষার পর চকমরিচায় ভোটকেন্দ্রে এলেন ভোট দিতে
পঞ্চায়েত নির্বাচনের দিন ভাঙড়ে গুলিবিদ্ধ ৪, ২ জনকে নিয়ে আসা হয়েছে কলকাতায় চিকিৎসার জন্য।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৩:২৩
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তি অব্যাহত। চলছে বোমা-গুলি। সকাল থেকেই দফায় দফায় শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত এই এলাকা।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)